কোনো সিনেমার দৃশ্য নয়, সবুজ প্রকৃতি পেছনে ফেলে পিচঢালা রাস্তায় পুলিশের প্রটোকল নিয়ে ছুটছে একটি বৈদ্যুতিক গাড়ি। চোখ ধাঁধানো এ গাড়িটির নাম সাইবারট্রাক।
জালিস্কো শহরের পুলিশ জানায়, ২০২৬ ফিফা বিশ্বকাপের আগে রাজ্যজুড়ে নিরাপত্তা প্রচেষ্টা জোরদার করার জন্যই উন্নত প্রযুক্তিতে সজ্জিত এ গাড়ি ব্যবহার করা হবে। শহরের ১২টি অঞ্চলে গোয়েন্দা অভিযান, অনুসন্ধান, গ্রেপ্তার, অপরাধ নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা কাজের জন্য ব্যবহার করা হবে এই সাইবারট্রাক।
আরও পড়ুন:
সাইবারট্রাকের কাজ হলো সকল প্রযুক্তিগত দিককে সমর্থন করা। সাইবারট্রাক যানবাহন চুরি সনাক্তকরণের জন্য স্ক্যানার দিয়ে সজ্জিত, সকল ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করা যাবে। যেখানে নেটওয়ার্ক কভারেজ নেই, সাইবারট্রাক আমাদের ইন্টারনেট এবং ডাটাবেজের সাথে সংযোগ প্রদান করতে পারবে। সাইবারট্রাকের পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে আমরা পুলিশের বহরে অত্যাধুনিক ড্রোন সরঞ্জামও যুক্ত করছি।
স্টারলিংকের মাধ্যমে ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত এ সাইবারট্রাকে থাকছে মোবাইল ও ইন্টারনেট ব্যবহারের সুবিধা। পাশাপাশি অপরাধমূলক ডেটাবেস অ্যাক্সেস করার সুযোগ। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে চুরি যাওয়া যানবাহন সনাক্ত, স্ক্যানার ও ভিডিও নজরদারি ব্যবস্থার সুবিধা মিলবে সাইবারট্রাকে।
চলতি বছরের মে মাসে, জালিস্কোর গভর্নর পাবলো লেমাস রাজ্যের নিরাপত্তা বিভাগের জন্য ৬৯০টিরও বেশি যানবাহন অধিগ্রহণের জন্য ব্যয় ধরে ৬০ মিলিয়ন ডলার।