ইবি শিক্ষার্থী সাজিদ হত্যাকাণ্ডে উত্তাল ক্যাম্পাস
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহকে শ্বাসরোধে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। আজ (সোমবার, ৪ আগস্ট) বেলা ১১টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল বের করে। এর পর ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন।