ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে, পুরো পরিস্থিতি হতাশা-ক্ষুব্ধতার: উপদেষ্টা মাহফুজ
সাম্প্রতিক সহিংসতা, হামলার ঘটনা ও অস্থিতিশীল সামাজিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। আজ (রোববার, ২৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। সেখানে তিনি লেখেন, ‘মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে। পুরো পরিস্থিতি হতাশা ও ক্ষুব্ধতার।’ তিনি যেকোনো মতাবলম্বীদের ওপর সব ধরনের জুলুম বন্ধেরও আহ্বান জানান।