উপদেষ্টা মাহফুজ আলম তার পোস্টে লেখেন, ‘মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে। পুরো পরিস্থিতি হতাশা ও ক্ষুব্ধতার।’
তিনি বলেন, ‘জুলুমকে ইনসাফ দিয়ে, সহিংসতাকে দরদ দিয়ে প্রতিস্থাপন না করে যারা নতুন মাত্রার জুলুম ও সহিংসতা করে বেড়াচ্ছেন, তারা ফ্যাসিবাদের পুনর্জাগরণের জন্য দায়ী থাকবেন।’
জুলাই আন্দোলনের অন্যতম এ সংগঠক লিখেছেন, ‘সমাজে রাষ্ট্রে চিন্তা ও আচারের বৈচিত্র্যকে বাধাগ্রস্ত করলে ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং জুলাই বিপ্লব ব্যর্থ হবে। তাসাওফপন্থি, ফকির, বাউলসহ সকল ভিন্নমতাবলম্বীদের ওপর সবধরনের জুলুম বন্ধ হোক।’
প্রসঙ্গত, সংগীত পরিবেশনের সময় ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগে করা মামলায় গত বুধবার রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশ। পরদিন তাকে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সবশেষ আজকে মানিকগঞ্জে বাউল সমর্থকদের ওপর তৌহিদী জনতার হামলার ঘটনা ঘটেছে। এতে বাউলশিল্পী আলীম, আরিফুল ও জহিরুল ইসলামসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।





