সিটি-হাট

কোরবানি ঘিরে রাজশাহীতে জমে উঠেছে গবাদি পশুর হাট
খুব বেশি বেচাকেনা শুরু না হলেও কোরবানি ঘিরে রাজশাহীতে জমে উঠেছে গবাদি পশুর হাট। অর্থনীতির সেই পুরোনো সূত্র-সরবরাহ; বেশি মানেই বাজারে দাম কম, এখন পর্যন্ত হাটে সেটাই দেখা যাচ্ছে। এদিকে বাজারে সব সময়ই মাঝারি গরুর চাহিদা থাকে বেশ। তাই বড় গরু নিয়ে টেনশনে থাকতে হয় গৃহস্থ ও খামারিদের। পরের সপ্তাহেই হাটে বেচাকেনা জমজমাট হয়ে উঠার আশা ইজারাদারদের।

চলমান পরিস্থিতিতে রাজশাহীতে কমেছে গরু-মহিষের দাম
রাজশাহীতে কমেছে গরু-মহিষের দাম। কিনে রাখা গরুর খাদ্যের যোগানে সপ্তাহে ১০ হাজার টাকা পর্যন্ত খরচ বাড়ছে ব্যবসায়ীদের। হাটে ব্যাপারী-খামারির অনুপস্থিতিতে দাম কমেছে ৭ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত। দাম পড়ে যাওয়া আর বিক্রি করতে না পারায় উভয় সংকটে ব্যবসায়ীরা। বেচাকেনা কম থাকায় মাশুল আদায়েও ভাটা পড়েছে হাটে।