মেজর লিগ সকারে ইন্টার মিয়ামির জয়ের ধারা থামলো
মেজর লিগ সকারে জয়ের ধারা থামলো ইন্টার মিয়ামির। চার জয় ও এক ড্রয়ের পর সিনসিনাটির কাছে ৩-০ গোলে হেরেছে লিওনেল মেসির দল। ম্যাচের ১৬ মিনিটেই সিনসিনাটিকে গোল করে এগিয়ে দেন জেরার্ডো ভ্যালেনজুয়েলা। এরপর কোনো গোল না হলে ১-০ তে পিছিয়ে থেকে বিরতিতে যায় মিয়ামি।