মেজর লিগ সকারে ইন্টার মিয়ামির জয়ের ধারা থামলো

লিওনেল মেসি
ফুটবল
এখন মাঠে
0

মেজর লিগ সকারে জয়ের ধারা থামলো ইন্টার মিয়ামির। চার জয় ও এক ড্রয়ের পর সিনসিনাটির কাছে ৩-০ গোলে হেরেছে লিওনেল মেসির দল। ম্যাচের ১৬ মিনিটেই সিনসিনাটিকে গোল করে এগিয়ে দেন জেরার্ডো ভ্যালেনজুয়েলা। এরপর কোনো গোল না হলে ১-০ তে পিছিয়ে থেকে বিরতিতে যায় মিয়ামি।

বিরতি থেকে ফিরে ইভান্দারের গোলে সিনসিনাটি এগিয়ে যায় ২-০ তে। এরপর ৭০ মিনিটে নিজের জোড়া গোল পূরণ করেন এই ব্রাজিলিয়ান ফুটবলার। আর তাতেই জয় নিশ্চিত হয় দলটির। অন্যদিকে পুরো ম্যাচে মাত্র দুটি শট লক্ষ্যে রাখতে পেরেছে মিয়ামি।

ইস্টার্ন কনফারেন্সে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে আছে মেসিদের দল। ৪৬ পয়েন্ট নিয়ে সবার উপরে ফিলাডেলফিয়া ইউনিয়ন।

এএইচ