ভারত-পাকিস্তানের মধ্যে যত চুক্তি
পেহেলগাম হামলার পর ভারত ও পাকিস্তানের মাঝে ঐতিহাসিক সিন্ধু পানিবণ্টন চুক্তি বাতিল করেছে ভারত। এরই প্রতিক্রিয়ায় পাকিস্তান ১৯৭২ সালের সিমলা চুক্তি স্থগিত করেছে। ১৯৭২ সালের ২ জুলাই তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টোর মধ্যে এই চুক্তি সই হয়েছিল। মূলত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এই চুক্তিই ভারত ও পাকিস্তানের মধ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনে। চুক্তির অন্যতম শর্ত ছিল, কোনো পক্ষই একতরফাভাবে কোনো পদক্ষেপ নেবে না। দুই দেশের মধ্যে বিরোধ দ্বিপাক্ষিকভাবে সমাধান করা হবে।