সিরিয়ায় নির্মমতার শিকার আসাদপন্থী সংখ্যালঘু আলাউইতরা
সিরিয়ায় সুন্নি যোদ্ধাদের ভয়াবহ নির্মমতার শিকার ক্ষমতাচ্যুত বাশার আল-আসাদপন্থী সংখ্যালঘু আলাউইতরা। গেল মার্চে মাত্র তিনদিনে ১৫০০ আলাউইতকে হত্যা করা হয় অবিশ্বাস্য নৃশংসতায়। এখনও নিখোঁজ অনেকে। বার্তা সংস্থা রয়টার্সের অনুসন্ধানে বেরিয়ে এসেছে, এ হত্যাযজ্ঞের নেপথ্যে ছিল দামেস্কের নতুন শাসকদল।