সাভারের পানিতে বিপজ্জনক অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ‘সুপারবাগের’ সন্ধান
সাভারের পানিতে ব্যাপকমাত্রায় ডায়রিয়ার-ব্যাকটেরিয়া বা সুপারবাগের অস্তিত্ব পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। সাভার অঞ্চলের ৮টি পানির উৎস থেকে নেয়া ৫০টি নমুনার সবগুলোতেই রয়েছে সুপারবাগের উপস্থিতি। সবচেয়ে শঙ্কার বিষয় যেটা তা হলো— এ জীবাণু অ্যান্টিবায়োটিক প্রতিরোধী। ফলে ডায়রিয়া আক্রান্ত হলে চিকিৎসা কঠিন হয়ে পড়ে, রয়েছে মৃত্যুর ঝুঁকিও।