বাফুফের ভবন সংলগ্ন আরামবাগ মাঠে চলছে কৃত্রিম টার্ফ বসানোর কাজ। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী সপ্তাহেই শেষ হবে টার্ফের কাজ। আগস্টের ৩১ তারিখেই পুরোপুরি খেলার উপযোগী হবে এ মাঠ।