সার্কিট রেস ওয়ানে বাংলাদেশি রেসার অভিক আনোয়ারের গাড়ি দুর্ঘটনা
সেপাং ইন্টারন্যাশনাল সার্কিট রেস ওয়ানে গাড়ি দুর্ঘটনায় পড়েছেন বাংলাদেশি রেসার অভিক আনোয়ার। বাংলাদেশি এ রেসারের নিজস্ব ফেসবুক পেজে তার দুর্ঘটনার খবর নিশ্চিত করা হয়। মালয়েশিয়ার ট্র্যাকে তার দুর্ঘটনার বিস্তারিত এখন পর্যন্ত জানা যায়নি।