সার্কিট রেস ওয়ানে বাংলাদেশি রেসার অভিক আনোয়ারের গাড়ি দুর্ঘটনা

বাংলাদেশি রেসার অভিক আনোয়ার
অন্য সব খেলা
এখন মাঠে
0

সেপাং ইন্টারন্যাশনাল সার্কিট রেস ওয়ানে গাড়ি দুর্ঘটনায় পড়েছেন বাংলাদেশি রেসার অভিক আনোয়ার। বাংলাদেশি এ রেসারের নিজস্ব ফেসবুক পেজে তার দুর্ঘটনার খবর নিশ্চিত করা হয়। মালয়েশিয়ার ট্র্যাকে তার দুর্ঘটনার বিস্তারিত এখন পর্যন্ত জানা যায়নি।

অভিক আনোয়ারের টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে ডাক্তারের চিকিৎসা এবং স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে বাংলাদেশি এ রেসারের। বিগত কয়েক বছর ধরেই রেসিং দুনিয়ায় নিয়মিত মুখ বাংলাদেশের এই রেসার। এখন পর্যন্ত ১৩০ এর বেশি রেইসে অংশ নিয়েছেন তিনি।

একমাত্র বাংলাদেশি হিসেবে ফর্মুলা ওয়ান রেসেও ছিলেন অভিক আনোয়ার। গেল বছর দুবাইয়ে বিশ্বের সবচেয়ে পুরাতন ট্যুরিং কার রেসে দুইবার পোডিয়াম ফিনিশ করেছিলেন ৩৯ বছর বয়সী অভিক।

এএইচ