নেত্রকোণায় বোরোর বাম্পার ফলন, চিকন ধানের বাজারে মন্দা
নেত্রকোণার হাওরে যেন ভাগ্য ফিরেছে কৃষকের। পরপর তিন বছর আগাম বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের ছিটেফোঁটাও না থাকায় জেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। হাওর ও সমতল-জুড়ে কৃষকের ঘরে উঠেছে সোনালী ফসল। তবে ব্যবসায়ী বলছেন, বাজারে মোটা ধানের চাহিদা থাকায় মন্দা যাচ্ছে চিকন ধানের বাজার।