বাংলাবান্ধা স্থলবন্দরের ২৮ বছর: চার দেশের বাণিজ্যেও নেই কাঙ্ক্ষিত গতি
দেশের একমাত্র চার দেশিয় স্থলবন্দর বাংলাবান্ধার ২৮ বছর পূর্তি আজ। ১৯৯৭ সালে নেপালের সাথে বাণিজ্য চুক্তির মাধ্যমে যাত্রা শুরু উত্তরের এ বন্দরের। তারপরে ভারত ও ভুটানের সঙ্গে শুরু হয় ব্যবসা বাণিজ্য। তবে দীর্ঘ সময়েও কাঙ্ক্ষিত উন্নয়ন ও গতি পায়নি সম্ভাবনাময় এ স্থলবন্দরটি।