দুই হাজার বছরের কলোসিয়ামের সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থী
গোধূলীর আলোয় নতুন অদেখা রূপে ইতালির রোম শহরে অবস্থিত বৃহৎ উপবৃত্তাকার ছাদবিহীন মঞ্চ ‘কলোসিয়াম’। গ্রীষ্মের খরতাপে দিনের বেলায় পর্যটকদের আনাগোনা কমে যাওয়ায়, রাতে দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে দুই হাজার বছরের পুরোনো স্থাপনাটি। গরম আর ভিড় এড়িয়ে ভিন্ন রূপে কলোসিয়ামের রহস্যে মোড়া সৌন্দর্য্য দেখতে পেয়ে খুশি দর্শনার্থীরাও।