‘টেকসই গণতন্ত্রের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচন হতে হবে’
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, স্থায়ী ও টেকসই গণতন্ত্রের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত অবাধ সুষ্ঠু নির্বাচন হতে হবে। এছাড়া নির্বাচন যাতে অংশগ্রহণমূলক ও অবাধ হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে বলেও জানান তিনি।