‘টেকসই গণতন্ত্রের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচন হতে হবে’

রাজনীতি
0

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, স্থায়ী ও টেকসই গণতন্ত্রের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত অবাধ সুষ্ঠু নির্বাচন হতে হবে। এছাড়া নির্বাচন যাতে অংশগ্রহণমূলক ও অবাধ হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে বলেও জানান তিনি।

আজ (বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর) বাংলাদেশ জাতিসংঘ ভবনে জাতিসংঘ প্রতিনিধি দলের সাথে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি একথা বলেন।

এ সময় ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘অপরাধীদের বিচার হতে হবে- তবে সেটি যেন ন্যায়বিচার হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ট্রাইবুনালের বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানের হতে হবে।’

বৈঠকে বিগত সরকারের সময়ে জামায়াতসহ সারাদেশের মানুষের উপর যে নির্যাতন হয়েছে তা তুলে ধরা হয়েছে বলেও জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির।

এএম