ইরানের আকাশে মোসাদের স্পাইক মিসাইল
ইসরাইলের হামলা শুরুর পাঁচ দিনে কেবল তেহরান থেকেই ইসরাইলি গুপ্তচর সন্দেহে ২৮ জনকে গ্রেপ্তার করেছে ইরান। ইস্পাহার শহরে গ্রেপ্তার হয়েছেন ৬০ জন। রাজধানীর বুকে খোঁজ মিলেছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম মোসাদের কাস্টোমাইজড স্পাইক মিসাইল। মোসাদবিরোধী অভিযান চলছে ইরানের দক্ষিণ-পশ্চিমেও।