ফিলিস্তিনকে স্বাধীন ভূখণ্ডে পরিণত করার আগে অস্ত্র সমর্পণ করবে না হামাস
ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম ভূখণ্ডে পরিণত করার আগ পর্যন্ত অস্ত্র সমর্পণ করবে না হামাস। মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফের প্রস্তাবের জবাবে এমন মন্তব্য করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। এদিকে, শনিবার ইসরাইলি হামলায় গাজায় প্রাণ গেছে আরও ৬২ জনের। এরমধ্যে ত্রাণ নিতে গিয়ে নিহত হয়েছেন অন্তত ৩৮ জন। এছাড়া, দক্ষিণ গাজায় ইসরাইলি অভিযানে নিহত হয়েছেন রেড ক্রিসেন্টের এক কর্মী। অন্যদিকে, জিম্মিদের মুক্তি ও গাজা যুদ্ধ বন্ধে ব্যর্থ হওয়ায় নেতানিয়াহু সরকারের পতনের দাবিতে বিক্ষোভ হয়েছে তেল আবিবে।