করোনার উপসর্গ নিয়ে আসছেন হাসপাতালে, ফিরছেন ঠাণ্ডা-জ্বরের ওষুধ নিয়ে
চাঁপাইনবাবগঞ্জের হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিট সংকটের কারণে বন্ধ আছে করোনা শনাক্তের পরীক্ষা। ফলে হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসা রোগীরা ঠাণ্ডা-জ্বরের ওষুধ নিয়ে বাড়ি ফিরছেন। এতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা তাদের। তবে খুব শিগগিরই করোনা পরীক্ষার কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।