করোনার উপসর্গ নিয়ে আসছেন হাসপাতালে, ফিরছেন ঠাণ্ডা-জ্বরের ওষুধ নিয়ে

চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে হাসপাতালে আসা রোগীদের ভিড়
স্বাস্থ্য
0

চাঁপাইনবাবগঞ্জের হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিট সংকটের কারণে বন্ধ আছে করোনা শনাক্তের পরীক্ষা। ফলে হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসা রোগীরা ঠাণ্ডা-জ্বরের ওষুধ নিয়ে বাড়ি ফিরছেন। এতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা তাদের। তবে খুব শিগগিরই করোনা পরীক্ষার কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার কাটিপাড়া গ্রামের বাসিন্দা মনোয়ারা বেগম বলেন, ‘গত ১০ দিন ঠাণ্ডা-জ্বর ও গলা ব্যথা করছে। আজ (শনিবার, ২১ জুন) এসেছি হাসপাতালে চিকিৎসা নিতে। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে দুপুরে চিকিৎসকের সঙ্গে কথা বলে জ্বর-ঠাণ্ডার ওষুধ নিয়েছি।’

শিবতলা এলাকার বাসিন্দা সবিজ আলী বলেন, ‘গত ৫ দিন করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলাম করোনা পরীক্ষা করানোর জন্য। কিন্তু হাসপাতালে করোনা কীট সংকটে পরীক্ষা করা সম্ভব হয়নি। তাই ঠাণ্ডা-জ্বরের চিকিৎসা নিয়ে বাসাই ফিরে যাচ্ছি।’

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন বলেন, ‘জেলায় দীর্ঘদিন করোনা পরীক্ষার প্রয়োজন হয়নি। এজন্য মজুত সব কিটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। এর ফলে নতুন করে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলেও করোনা পরীক্ষা করা যাচ্ছে না।’

তিনি বলেন, ‘ইতোমধ্যেই স্বাস্থ্য অধিদপ্তর থেকে কিট সংগ্রহের জন্য চিঠি পাঠানো হয়েছে। আজকের মধ্যেই কিট পৌঁছে যাচ্ছে জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এরপর রোববার (২২ জুন) থেকেই পুরোদমে করোনার পরীক্ষা শুরু হবে। এখন সবচেয়ে জরুরি হচ্ছে স্বাস্থ্যবিধি মানা। জনসমাগম বা ভিড় এড়িয়ে চলা, মাস্ক পরাসহ স্বাস্থ্য বিধি মেনে চললে করোনা সংক্রমণ রোধ করা সম্ভব হবে।’

এসএইচ