নেত্রকোণায় কোটি টাকার ল্যান্ডফিল এখন আবর্জনার ভাগাড়
নেত্রকোণায় উদ্বোধন হলেও কাজে আসছে না পৌরসভার কোটি টাকার স্যানিটারি ল্যান্ডফিল। প্রয়োজনীয় যন্ত্রাংশের অভাবে ল্যান্ডফিল নিজেই রূপ নিয়েছে ময়লা আবর্জনার স্তূপে। নগরবাসীরা বলছেন জনবসতিপূর্ণ স্থানে ময়লা প্রক্রিয়াজাতকরণের এই ভাগাড় কোনো কাজেই আসছে না। উল্টো দুর্গন্ধ আর পোড়ানো আবর্জনার বিষাক্ত ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ, ছড়াচ্ছে নানা রোগ জীবাণু। তবে পৌর কর্তৃপক্ষ বলছে, ল্যান্ডফিলটি কার্যকর করতে নেয়া হচ্ছে ব্যবস্থা।