ভারত-মিয়ানমার সীমান্তে তৈরি হচ্ছে ১ হাজার ৬০০ কিলোমিটার সড়ক
তিন পার্বত্য জেলার দুর্গম পাহাড়ে কয়েক হাজার ফুট উচ্চতায় তৈরি হচ্ছে ১ হাজার ৬০০ কিলোমিটারের সড়ক। ভারত ও মিয়ানমারের সীমান্ত ঘেঁষে পাহাড়ের বুক চিরে বয়ে যাওয়া এ সীমান্তপথ যুক্ত করেছে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলাকে। মিয়ানমার সীমান্তের রেমংপাড়া, বংকুপাড়া, ঘুমধুম ও মিজোরাম সীমান্তে সাইচল, মাঝিপাড়া, উদয়পুর গিয়ে ঠেকেছে এ সড়ক। যেখান থেকে খালি চোখেই দেখা যায় ভারত ও মিয়ানমারের বসতি।