শুষ্ক মৌসুমে জমজমাট নেত্রকোণার শুঁটকি বাজার
হাওর নদী জেলা নেত্রকোণায় মাছের পাশাপাশি চাহিদা রয়েছে শুঁটকির। প্রতিবছরই শুকনো মৌসুমে উৎপাদন ও বিক্রি বাড়ে। এরমধ্যে পুঁটি ও চ্যাপার চাহিদাই শীর্ষে। যা স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি যাচ্ছে বিদেশেও। জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, শুঁটকির উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নিরাপদ শুঁটকি উৎপাদনের বিষয়টি মনিটরিং করা হচ্ছে।