ফিফা ক্লাব বিশ্বকাপ বন্ধ করতে চান লা লিগার সভাপতি
ফিফা ক্লাব বিশ্বকাপ বন্ধ করতে চান লা লিগার সভাপতি হাভিয়ার তেবাস। তিনি বলেন, ‘মানহীন এমন ফুটবল আসরের আয়োজনের কোনো যৌক্তিকতা নেই।’ এতে ইউরোপের ফুটবল প্রভাবিত হচ্ছে বলে জানায় তেবাস। এ ছাড়া ৩২ দল নিয়ে যুক্তরাষ্ট্রে আয়োজিত এবারের আসরে দর্শক খড়াসহ আছে সম্প্রচার নিয়ে নানা বিতর্ক।