ফিফা ক্লাব বিশ্বকাপ বন্ধ করতে চান লা লিগার সভাপতি

ফিফা ক্লাব বিশ্বকাপ ট্রফি ও হাভিয়ার তেবাস
ফুটবল
এখন মাঠে
0

ফিফা ক্লাব বিশ্বকাপ বন্ধ করতে চান লা লিগার সভাপতি হাভিয়ার তেবাস। তিনি বলেন, ‘মানহীন এমন ফুটবল আসরের আয়োজনের কোনো যৌক্তিকতা নেই।’ এতে ইউরোপের ফুটবল প্রভাবিত হচ্ছে বলে জানায় তেবাস। এ ছাড়া ৩২ দল নিয়ে যুক্তরাষ্ট্রে আয়োজিত এবারের আসরে দর্শক খড়াসহ আছে সম্প্রচার নিয়ে নানা বিতর্ক।

নতুন আঙ্গিকে ৩২ দল নিয়ে শুরু হয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপ। গেলো মৌসুমেও যেখানে ছিল ৭টি দল। ২১তম আসরে এসে ফিফার ক্লাব বিশ্বকাপে এসেছে নতুনত্ব। যদিও এখন পর্যন্ত খুব বেশি সাড়া পাওয়া যায়নি এবারের আসর ঘিরে। সম্প্রচারের জটিলতার পাশাপাশি মাঠে নেই আশানুরূপ দর্শক উপস্থিতি।

সব মিলিয়ে ক্লাব বিশ্বকাপের শুরুর দিনগুলোতে খুব বেশি আশাব্যঞ্জক কিছু নেই ফুটবল ভক্তদের জন্য। তাই এমন আয়োজনের কোনো যৌক্তিকতা দেখছেন না লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। ফুটবল ক্যালেন্ডার থেকে এই টুর্নামেন্টকে বাদ দেয়া উচিত বলেই মনে করছেন তিনি।

স্প্যানিশ লা লিগার সভাপতি বলেন, ‘কোনো ক্লাব বিশ্বকাপ থাকবে না, এ বিষয়ে আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি। এর কোনো জায়গা নেই। এই মডেলটি ঘরোয়া লিগগুলোর পরিবেশকে প্রভাবিত করছে, বিশেষ করে ইউরোপে।’ 

এছাড়া ৩২ দল নয়, বরং আগের মতো ৭ দল নিয়ে ক্লাব বিশ্বকাপ আয়োজনের কথা বলেন হাভিয়ার তেবাস।

কিন্তু কেন এমন মনোভাব হলো ৬২ বছর বয়সী তেবাসের? এর উত্তরটাও তিনি দিয়েছেন। চেলসি এবং লস অ্যাঞ্জেলেস এফসির মধ্যেকার ম্যাচের পরেই মূলত এমন মনোভাব তেবাসের। আটলান্টায় এদিন ৭১ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে উপস্থিতি ছিল কেবল ২২ হাজার ১৩৭ জন। প্রায় ৫০ হাজারের মতো আসন ফাঁকা, এ নিয়ে আছে নানা মন্তব্য।

এবারই প্রথম ৩২ দল নিয়ে হচ্ছে ক্লাব বিশ্বকাপ। আসরটি শুরু হয়েছে গত শনিবার (১৪ জুন), ফাইনাল হবে আগামী ১৩ জুলাই। চার বছর পরপর হবে এ টুর্নামেন্ট।

এসএইচ