তুরস্কে জনপ্রিয় হচ্ছে তিন হাজার বছরের পুরনো হিজামা থেরাপি
তুরস্কে দিন দিন জনপ্রিয় হচ্ছে হিজামা থেরাপি। আরব বিশ্বে বেশ জনপ্রিয় চিকিৎসা পদ্ধতি হিজামা। প্রায় তিন হাজার বছরেরও বেশি পুরনো এ চিকিৎসাপদ্ধতি মধ্যপ্রাচ্য থেকে উৎপত্তি হলেও চীন, ভারতেও এটি এখন প্রচলিত। ১৮ শতক থেকে ইউরোপেও যার প্রচলন হয়। ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং মধ্য এশিয়া থেকে রোগীরা আসছেন প্রাচীন এ পদ্ধতিতে চিকিৎসা নিতে। কাপিং এবং জোঁক থেরাপিতে মিলছে সুস্থতাও।