অনুকূল আবহাওয়া ও ভালো দাম পাওয়ায় যশোরে বাড়ছে বাণিজ্যিকভাবে কুল আবাদ। এবার জেলার অন্তত ৪৯৮ হেক্টর জমিতে কুলের আবাদ হয়েছে। যেখান থেকে প্রায় ২৩ কোটি টাকার কুল বিক্রির আশা কৃষি বিভাগের।