বর্ষার আগেই ভারতে নজিরবিহীন বৃষ্টি, তলিয়ে গেছে পাতাল রেলস্টেশন
বর্ষা শুরুর আগেই একদিনে ২৯৫ মিলিমিটার বৃষ্টির কবলে ভারতের মুম্বাই। ১০৭ বছরে এমন নজিরবিহীন বৃষ্টি এ সময়ে এটাই প্রথম। একটানা বৃষ্টিতে রানওয়ে তলিয়ে যাওয়ায় বিঘ্নিত হয়েছে শতাধিক ফ্লাইট। এমনকি তলিয়ে গেছে নতুন নবনির্মিত পাতাল রেলস্টেশনও। এদিকে, বৈরী আবহাওয়ায় দক্ষিণের বিভিন্ন রাজ্যেও রেড অ্যালার্ট জারি রয়েছে।