বর্ষার আগেই ভারতে নজিরবিহীন বৃষ্টি, তলিয়ে গেছে পাতাল রেলস্টেশন

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ভারতের বিভিন্ন সড়ক
এশিয়া
বিদেশে এখন
0

বর্ষা শুরুর আগেই একদিনে ২৯৫ মিলিমিটার বৃষ্টির কবলে ভারতের মুম্বাই। ১০৭ বছরে এমন নজিরবিহীন বৃষ্টি এ সময়ে এটাই প্রথম। একটানা বৃষ্টিতে রানওয়ে তলিয়ে যাওয়ায় বিঘ্নিত হয়েছে শতাধিক ফ্লাইট। এমনকি তলিয়ে গেছে নতুন নবনির্মিত পাতাল রেলস্টেশনও। এদিকে, বৈরী আবহাওয়ায় দক্ষিণের বিভিন্ন রাজ্যেও রেড অ্যালার্ট জারি রয়েছে।

অত্যাধুনিক সুযোগ-সুবিধা নিয়ে সবে চালু হওয়া উরলি পাতাল মেট্রো স্টেশন তলিয়ে গেছে বৃষ্টির পানিতে। রাতভর মুষলধারে বৃষ্টি পর এমনই পরিস্থিতি ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে।

মহারাষ্ট্রের প্রাদেশিক রাজধানী শহরটিতে একদিনে ২৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় সোমবার। বলা হচ্ছে, বর্ষার শুরু হওয়ার আগেই এমন বৃষ্টি ১০৭ বছরে আর দেখেনি মুম্বাইবাসী।

টানা ভারী বৃষ্টিতে দু'দিন ধরেই বিপর্যস্ত গোটা শহরের সড়ক যোগাযোগ। বৃষ্টিতে রানওয়ে তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম। তিনবার বন্ধ করা হয়েছে রানওয়ে; বিঘ্নিত শতাধিক ফ্লাইট।

গেল ৩৫ বছরে বর্ষার মৌসুমের আগেই এমন নজিরবিহীন বৃষ্টিপাতে প্রাথমিকভাবে হতচকিত হলেও সেনা ও নৌবাহিনী, দুর্যোগ ব্যবস্থাপনাসহ সব সংস্থা দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত বলে জানিয়েছে মহারাষ্ট্র সরকার।

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনা আর বর্ষাপূর্ব প্রস্তুতি হিসেবে বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে। প্রতি বছরের মতোই এবারও সব বিভাগ নিজস্ব প্রস্তুতি নিয়েছে। ৩০-৩৫ বছরের মধ্যে এবারই বর্ষা সবার আগে এসেছে। এতে দুর্ভোগ তো কিছু হয়েছে। কিন্তু এখন সবাই সতর্ক আছে ‘

এদিকে, দক্ষিণের রাজ্য কর্ণাটকেও চলছে ভারী বৃষ্টি ও বজ্রসহ ঝড়। রাজ্যে পাঁচদিনের জন্য সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। মঙ্গলবারও রয়েছে ২শ' মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস।

কেরালাতেও ভারী বৃষ্টির প্রভাবে বন্যার শঙ্কায় ১১ রাজ্যে রেড অ্যালার্ট জারি রয়েছে। গোয়াসহ চার রাজ্যের উপকূলে জলোচ্ছ্বাসের সতর্কতাও জারি করেছে প্রশাসন। তামিলনাড়ু-অন্ধ্র প্রদেশ, পশ্চিমের রাজ্য গুজরাটও কাবু দুর্যোগপূর্ণ আবহাওয়ায়।

আরব সাগরে সৃষ্ট সাইক্লোনের প্রভাবে নির্দিষ্ট সময়ের এক-দুই সপ্তাহ আগেই বর্ষার দাপটে লণ্ডভণ্ড ভারতের বিভিন্ন রাজ্য। প্রতিবেশী পাকিস্তানেও মঙ্গলবার থেকে মুষলধারে বৃষ্টি, শিলাবৃষ্টি ও বজ্রসহ ঝড় আর দমকা বাতাসের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

রাজধানী ইসলামাবাদ, পাঞ্জাব, সিন্ধু, খাইবার পখতুনখোয়া, আজাদ কাশ্মীর, গিলগিত-বালতিস্তানসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে, সাইবার হামলার শঙ্কায় আবহাওয়ার তথ্যে প্রবেশ সীমিত করেছে ভারতীয় আবহাওয়া বিভাগ। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য, প্রতিব্শেী পাকিস্তান ও আফগানিস্তান থেকে নেটওয়ার্ক সিস্টেমে সন্দেহজনক তৎপরতা শনাক্ত হওয়ার পর সাইবার নিরাপত্তা জোরদার করে ভারতের আবহাওয়া বিভাগ।

এএইচ