ঢাকা-দিল্লি সম্পর্কে টানাপোড়েন: কোন দিকে মোড় নিচ্ছে কূটনৈতিক সম্পর্ক?
1
ঢাকা-দিল্লি সম্পর্কে টানাপোড়েন: কোন দিকে মোড় নিচ্ছে কূটনৈতিক সম্পর্ক?
রাজনৈতিক, অর্থনৈতিক বা অন্য কোনো বিবাদ— যেকোনো সংকটে সমাধানে যখন ভরসা কূটনীতি, তখন সেই কূটনৈতিক সম্পর্কেই টানাপোড়েন বাড়ছে ঢাকা ও দিল্লির। ঘটছে ভিসা সেন্টার বা দূতাবাস সংশ্লিষ্ট স্থাপনায় হামলার ঘটনাও। আন্তর্জাতিক আইন ও সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, রাগ-ক্ষোভ বা আপত্তি যতই প্রকট হোক, সংকট সমাধান করতে হবে কূটনীতির মাধ্যমেই। অন্যদিকে, ভারতীয় বিশ্লেষকরা বলছেন, ঢাকা-দিল্লি শীতলতায় উষ্ণতার জানান দিতে পারে নতুন সরকারের পথচলা।