চলছে বোরো মৌসুমের ধানকাটার উৎসব

মাঠ থেকে ধান কাটা ও সংগ্রহের কাজ চলছে
এখন জনপদে , গ্রামীণ কৃষি
কৃষি
0

মেহেরপুরে বোরো মৌসুমের ধানকাটার উৎসব শুরু হয়েছে। চলিত মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ধানের বাম্পার ফলন হয়েছে। তবে বর্তমানে রয়েছে ঝড়ের আতঙ্ক। যেকোনো সময় ঝড়ে ক্ষতিগ্রস্ত হতে পারে চাষিরা। তাই দ্রুত পাকা ধান কেটে ঘরে তোলার তোড়জোড় চাষীদের।

মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেব অনুযায়ী, চলিত মৌসুমে মেহেরপুর জেলার তিন উপজেলায় ১৯ হাজার ৪২৭ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে।

প্রতি হেক্টরে লক্ষ্যমাত্রা রয়েছে ৪ দশমিক ৩৬ টন করে। সে হিসেবে চলতি মৌসুমে জেলায় ৮৪ হাজার ৭৬১ টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। প্রতিটন ধানের সরকারি বাজার মূল্য ৩৯ হাজার ৬০০ টাকা।

সে হিসাবে এবার ৩৩৫ কোটি ৬৫ লাখ ৩৫ হাজার ৬০০ টাকার ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে।

এসএস