এশিয়াটিক থ্রিসিক্সটির ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের বিষয়ে এএএবির বিবৃতি

এশিয়াটিক থ্রিসিক্সটি ও এএএবির লোগো
কর্পোরেট
0

শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক গ্রুপের সব ব্যাংক ও নন–ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে থাকা হিসাব স্থগিত (ফ্রিজ) করার ঘটনায় বিবৃতি দিয়েছে অ্যাডভার্টাইজিং এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এএএবি)। সম্প্রতি সংস্থাটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিবৃতি দেয়া হয়।

সেখানে বলা হয়, সম্প্রতি দেশের অন্যতম পুরোনো এবং শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক থ্রিসিক্সটির ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করাকে কেন্দ্র করে কিছু প্রশাসনিক প্রক্রিয়া আলোচনায় এসেছে।

বিষয়টি প্রশাসনিক ও আইনি প্রেক্ষাপটে বিবেচিত হচ্ছে, যা নিশ্চয়ই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে দ্রুত সমাধানের পথে নিয়ে যাবে—এই বিশ্বাস আমরা রাখি। তবে এ ধরনের পরিস্থিতি যেন বিজ্ঞাপনশিল্পের সামগ্রিক গতিপথ ও কর্মসংস্থানের পরিবেশে স্থবিরতা সৃষ্টি না করে, সেদিকে সবাইকে মনোযোগী থাকার বিশেষ অনুরোধ জানাচ্ছি।

আরো পড়ুন:

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ করে, যেহেতু বহু আন্তর্জাতিক ও স্থানীয় প্রতিষ্ঠান বাংলাদেশের বিজ্ঞাপনী সংস্থার ওপর নির্ভরশীল, তাই যেকোনো দীর্ঘমেয়াদী অচলাবস্থা দেশের অর্থনৈতিক ও সামগ্রিক ভাবমূর্তির ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।

আমরা আশাবাদী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অংশীজনদের দূরদর্শিতায় এ ধরনের বিষয়গুলোর সুচিন্তিত ও সময়োপযোগী সমাধান বেরিয়ে আসবে।

বিজ্ঞাপনশিল্প সবসময়ই দেশের অর্থনীতির এক গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে কাজ করে এসেছে। এই শিল্পের সুস্থ বিকাশের স্বার্থে সবার সহযোগিতা প্রত্যাশার কথাও জানানো হয়।

এএইচ