বাংলাদেশি উদ্যোক্তাদের বৈশ্বিক বাজারে প্রবেশে সহায়তা দেবে অফিসিও

অফিসিওর লোগো
কর্পোরেট
1

বাংলাদেশি উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে প্রবেশকে সহজ করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অফিসিও। এটি একটি আন্তর্জাতিক ব্যবসায়িক সমাধান প্রদানকারী প্রতিষ্ঠান। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে।

২০২৪ সালে প্রতিষ্ঠিত অফিসিও (Offisio) উদ্যোক্তাদের জন্য যুক্তরাষ্ট্রে কোম্পানি নিবন্ধন (LLC formation), আইটিআইএন (ITIN) ও ইআইএন (EIN) নিবন্ধন, ট্যাক্স ফাইলিং এবং ব্যবসায়িক কমপ্লায়েন্স সেবা প্রদান করছে।

অফিসিও’র ব্যবস্থাপনা পরিচালক মাহামুদুল আলম মিথুন বলেন, ‘বাংলাদেশি উদ্যোক্তারা প্রায়ই আন্তর্জাতিক বাজারে প্রবেশের পথে নানা আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েন। আমরা চাই সেই জটিলতা দূর করতে এবং একটি নিরাপদ ও নির্ভরযোগ্য পথ তৈরি করতে।’

ঢাকা ও যুক্তরাষ্ট্রে দ্বৈত উপস্থিতির কারণে অফিসিও স্থানীয় উদ্যোক্তাদের দ্রুত, নির্ভরযোগ্য ও আইনসম্মত সেবা দিতে পারছে। এরই মধ্যে প্রতিষ্ঠানটি প্রথম ব্যাচের বাংলাদেশি উদ্যোক্তাদের যুক্তরাষ্ট্রে কোম্পানি প্রতিষ্ঠা এবং মার্কিন আর্থিক ব্যবস্থায় অন্তর্ভুক্ত হতে সহায়তা করেছে।

অফিসিও বিশ্বাস করে, এ উদ্যোগ বাংলাদেশি উদ্যোক্তাদের বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে সহায়ক হবে। নথিপত্র ও কমপ্লায়েন্স সেবার পাশাপাশি পরামর্শ ও কৌশলগত সহায়তার মাধ্যমে প্রতিষ্ঠানটি নিজেদেরকে বিশ্ববাজারে প্রবেশের নির্ভরযোগ্য অংশীদার হিসেবে প্রতিষ্ঠা করতে চায়।

এএইচ