চট্টগ্রামে রাউজানে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

চট্টগ্রাম
আইন ও আদালত
এখন জনপদে
0

চট্টগ্রামের রাউজানে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হন আরও অন্তত দুইজন।

আজ (শুক্রবার, ২৪ জানুয়ারি) দুপুর ১টার দিকে রাউজানের নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, জুম্মার নামাজ পড়তে যাওয়ার সময় শুঁটকি ব্যবসায়ী মো. জাহাঙ্গীরকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে তবে হত্যাকাণ্ডের কারণ বা এর সাথে কারা জড়িত তা এখনো নিশ্চিত করা যায়নি।

তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ বা জড়িতদের চিহ্নিত করা হবে বলছে পুলিশ।

এএম