নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি জাতীয় বিতর্ক উৎসবের উদ্বোধন

নোয়াখালী
এখন জনপদে
0

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) '৪র্থ নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি জাতীয় বিতর্ক উৎসব-২০২৫' এর উদ্বোধন করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী র‌্যালিতে অংশ নিয়ে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে র‌্যালির আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য বলেন, 'চিন্তার চিলেকোঠায় উঠুক আলোর মিছিল- স্লোগানকে প্রতিপাদ্য করে আয়োজিত জাতীয় এ বিতর্ক উৎসবে আমাদের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক, শিক্ষার্থীসহ যারা এ আয়োজনের সাথে সম্পৃক্ত তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। অংশগ্রহণকারী স্কুল এবং কলেজের শিক্ষার্থীবৃন্দকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে বিতর্ক করার যে সুযোগ করে দেয়া হয়েছে এবং তারা যে উৎসাহ, উদ্দীপনা এবং আগ্রহ নিয়ে অংশগ্রহণ করছে সেটাই তাদের পরম পাওয়া। আমি বিশ্বাস করি বিতর্ক দিয়ে ভবিষ্যতে তারা তাদের শিক্ষাঙ্গণকে মুখরিত করবে।'

উপাচার্য আরও বলেন, 'জ্ঞান চর্চায় যুক্তির যে প্রয়োজন সেটাকে তোমরা বিবেচ্য হিসেবে গ্রহণ করবে। আগামী তিনদিনে বিভিন্ন ক্যাম্পাস থেকে এখানে যারা আসবে তারা আমাদের ক্যাম্পাসকে সাদরে গ্রহণ করবে এবং তাদের যদি কোনো পরামর্শ থাকে আমরা অবশ্যই তা গ্রহণ করবো।'

বিতার্কিকরা যুক্তির মাধ্যমে এবং বিভিন্ন চিন্তার মাধ্যমে কথা জানান, এতে তারা নিজেদের যেমন সমৃদ্ধ করবেন তেমনি যারা দর্শক থাকবেন তারাও তাদের জ্ঞানকে সমৃদ্ধ করবেন।

র‌্যালিতে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির মডারেটর ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আফসানা মৌসুমী, সোসাইটির সভাপতি মো. মুবদী ইসলাম রাফিন ও সাধারণ সম্পাদক ফাতেমা জান্নাত রিন্তিসহ নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির অন্যান্য সদস্যরা অংশ নেয়।

এসএস