স্থানীয়রা জানান, শেখ হাসিনার বিচারের দাবিতে দাগনভূঞা বাজারে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিলের ডাক দেয় ছাত্রদলের দুই গ্রুপ।
এ সময় জেলা ছাত্রদলের সহ-সভাপতি জামসেদুর রহমান ফটিক ও থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল জাবেদ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে পথচারীসহ অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ ও সেনাবাহিনী তাদের ছত্রভঙ্গ করে দেয়।