অপপ্রচা-জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ
এখন জনপদে
0

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য প্রকাশিত জেলা কমিটি নিয়ে অপপ্রচার ও মহাসড়ক অবরোধের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির নেতৃবৃন্দ।

আজ (সোমবার, ১০ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ৮ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি ২৮৪ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করে। এই কমিটিতে চাঁদাবাজি ও দখলদারিত্বের সাথে সম্পৃক্ত ও অন্যান্য ছাত্রসংগঠনের পদধারীদের স্থান দেওয়া হয়নি।

এতে ক্ষুব্ধ হয়ে তারা নবগঠিত কমিটির বিরুদ্ধে অপপ্রচার ও মহাসড়ক অবরোধের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি করছে, যা অনভিপ্রেত। কোন ছাত্রসংগঠনে পদবি নেই, এমন যোগ্য ছাত্রদের আগামীতে গঠিত উপজেলা ও বিভিন্ন প্রতিষ্ঠান কমিটিতে স্থান দেওয়া হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির আহ্বায়ক সজিব সরকারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিনিয়র মুখ্য সমন্বয়ক যুবায়ের আল ইসলাম সেজান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আসির ইন্তেসার অয়ন, মুখপাত্র টিএম মুশফিক সাদ প্রমুখ।

সেজু