আজ (সোমবার, ১০ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ৮ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি ২৮৪ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করে। এই কমিটিতে চাঁদাবাজি ও দখলদারিত্বের সাথে সম্পৃক্ত ও অন্যান্য ছাত্রসংগঠনের পদধারীদের স্থান দেওয়া হয়নি।
এতে ক্ষুব্ধ হয়ে তারা নবগঠিত কমিটির বিরুদ্ধে অপপ্রচার ও মহাসড়ক অবরোধের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি করছে, যা অনভিপ্রেত। কোন ছাত্রসংগঠনে পদবি নেই, এমন যোগ্য ছাত্রদের আগামীতে গঠিত উপজেলা ও বিভিন্ন প্রতিষ্ঠান কমিটিতে স্থান দেওয়া হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির আহ্বায়ক সজিব সরকারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিনিয়র মুখ্য সমন্বয়ক যুবায়ের আল ইসলাম সেজান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আসির ইন্তেসার অয়ন, মুখপাত্র টিএম মুশফিক সাদ প্রমুখ।