হালনাগাদে বাদ ১৬ লাখ মৃত ভোটার, কমবে কারচুপি: ইসি আনোয়ারুল

মানিকগঞ্জ
এখন জনপদে
0

বাড়ি-বাড়ি গিয়ে হালনাগাদ করায় ভোটার তালিকা করায় ভোটার তালিকা থেকে বাদ পড়ছেন প্রায় ১৬ লাখ মৃত ভোটার। ফলে কারচুপির সুযোগ থাকবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। আজ (সোমবার, ১০ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের সভাকক্ষে মানিকগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ উপলক্ষে মতবিনিময় সভা শেষে নির্বাচন কমিশনার এসব কথা বলেন।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, ‘রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে আমরা একটি ভালো নির্বাচন চাই। নির্বাচনকে স্বচ্ছ ও নিরপেক্ষ করতে কমিশন কাজ করছে। সংস্কারের বিষয়েও আলোচনা চলছে, ঐক্যমত্য হলে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। ইতিমধ্যে বেশ কিছু কাজ এগিয়ে নেওয়া হয়েছে। আইন পরিবর্তন হলে কমিশন সে অনুযায়ী ব্যবস্থা নেবে।’

তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন একটি ভালো নির্বাচন উপহার দিতে পারবে।

ইসি আরো বলেন, ‘নির্বাচন কমিশন আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। সুষ্ঠু নির্বাচন ছাড়া কমিশনের কোনো বিকল্প নেই।’

দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে তিনি রাজনৈতিক নেতৃবৃন্দসহ সবার সহায়তা কামনা করেন।

সংস্কার কমিশনের প্রতিবেদনের বিষয়ে আনোয়ারুল ইসলাম বলেন, ‘রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে যে বিষয়গুলো আসবে তা বাস্তবায়ন করা হবে। সবার চাহিদা অনুযায়ী সুষ্ঠু নির্বাচন করতেই হবে; এর কোনো বিকল্প নেই।’

তিনি বলেন, নির্বাচন সংশ্লিষ্ট অনেক অংশীজন রয়েছেন। তারা যখন একমত হবেন তখনই তা সংস্কার হবে। অতীতের গ্লানি মুচে একটি ভালো নির্বাচন করতে কি কি প্রয়োজন নির্বাচন কমিশন তা উদঘাটন করেছে। সকলের ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কারের প্রতিবেদনের পর কী সিদ্ধান্ত হয়, সেটি অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করবে।’

জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন, ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী, জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিমুদ্দিন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমুখ।

এএইচ