সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, দুই নেতার সদস্য পদ স্থগিত

সিরাজগঞ্জ
এখন জনপদে
0

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় জেলা বিএনপির উপদেষ্টা ডা. এম এ মুহিত ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গোলাম সরোয়ারের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ স্থগিত করা হয়েছে।

গতকাল (সোমবার) রাতে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সদস্য পদ স্থগিত হওয়া বিএনপির এই দুই নেতাই সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য।

এর আগে শনিবার দুপুরে জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গোলাম সরোয়ার ঢাকা থেকে শাহজাদপুর এসে দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলা বিএনপি কার্যালয়ে প্রবেশ করতে গেলে জেলা বিএনপির উপদেষ্টা ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ডা. এম এ মুহিতের সমর্থকরা তাকে বাধা প্রদান করেন।

এক পর্যায়ে তারা গোলাম সরোয়ার ও তার সমর্থকদের উপর লাঠিসোঠা নিয়ে হামলা চালায়। এসময় উভয় গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়। এ ঘটনায় দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে জেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটি।

সেজু