ফেনী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

এখন জনপদে
0

ফেনীর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬৩ লাখ ৬৯ হাজার ৬৮০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (বুধবার, ১২ ফেব্রুয়ারি) ভোরে ফেনী ব্যাটালিয়ন (বিজিবি ৪) ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার চম্পক নগর, তারাকুচা, মধুগ্রাম বিওপির সীমান্তবর্তী এলাকার অভিযানে এ মালামাল জব্দ করা হয়।

ফেনী-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ভারতীয় শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা, টি-শার্ট, কটি ড্রেস, প্রসাধনী ও বাইসাইকেল জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক বাজার মূল্য ৬৩ লাখ ৬৯ হাজার ৬৮০ টাকা।

জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমস-এ জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।’

এএইচ