‘তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতির রুখবো’ স্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়িতে দুইদিনব্যাপী তথ্য মেলা শুরু হয়েছে। আজ (সোমবার, ১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় শহরের শহীদ মিনার প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করা হয়।
মেলার যৌথ আয়োজন করে নালিতাবাড়ি উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির (সনাক)। উদ্বোধনী অনুষ্ঠানে টিআইবির সাবেক সভাপতি অধ্যাপক এনায়েত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি।
সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ২৯ টি স্টলে দুইদিনব্যাপী মেলায় থাকছে, তথ্য অধিকার বিষয়ক আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা, উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা, তথ্য প্রাপ্তির আবেদন ফরম পূরণ ও তথ্য প্রাপ্তিতে সহায়তা, দুর্নীতি বিরোধী কার্টুন প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দুর্নীতি বিরোধী উপস্থিত বক্তৃতা।
আগামীকাল ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার পুরস্কার বিতরণী ও দুর্নীতি বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দুইদিনব্যাপী তথ্য মেলা সমাপ্তি হবে।