ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, ৫ দফা দাবিতে সারা দেশে বিক্ষোভ

এখন জনপদে
0

স্বাস্থ্যখাতে সংস্কার, এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধসহ ৫ দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। দাবি আদায়ে সরকারি মেডিকেলের শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তাদের আদালতের রায়ের ওপর নির্ভর করবে কমপ্লিট শাট ডাউনের কর্মসূচি। টানা কর্মবিরতিতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। তবে, সেবা নির্বিঘ্ন রাখতে চিকিৎসকদের উপস্থিতি শতভাগ নিশ্চিতে করার চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ফাঁকা পড়ে আছে চট্টগ্রাম মেডিকেল কলেজের ক্লাসরুম। ৫ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসক কাউন্সিলের আহ্বানে সাড়া দিয়ে টানা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন শিক্ষানবিশ চিকিৎসকরা। তাদের সাথে একাত্মতা ঘোষণা করে ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন মেডিকেল কলেজটির সকল বর্ষের শিক্ষার্থীরা।

টানা কর্মবিরতির কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে, পরিস্থিতি সামাল দিতে অন্যান্য চিকিৎসকদের উপস্থিতি শতভাগ নিশ্চিত করার চেষ্টা চলছে বলে জানান চট্টগ্রাম মেডিকেলের পরিচালক।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ব্রি. জেনারেল মো. তসলিম উদ্দিন বলেন, ‘আমাদের যারা রেসিডেন্স যারা এমডি এমএস এফসিপিএস ট্রেইনি তাদের কাজ হচ্ছে কিন্তু চব্বিশ ঘণ্টা থাকা। আমরা তাদের সকাল বেলা নির্দেশনা দিয়েছি তারা যেন ওয়ার্ডে হাজির থাকে।’

একই দাবিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান গেটে বিক্ষোভ মিছিল করে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। সরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা জানিয়ে আন্দোলনে যোগ দেন বেসরকারি মেডিকেলের শিক্ষার্থীরা। জানান, তাদের যৌক্তিক দাবি মেনে নেয়ার।

স্বাস্থ্যখাত সংস্কার, এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধসহ ৫ দফা দাবিতে সারা দেশের ন্যায় সিলেটের ওসমানী মেডিকেলেও কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। বিভাগের অন্যতম এ হাসপাতালটিতে সেবা দানে বড় অংশজুড়ে কাজ করেন শিক্ষানবিশ চিকিৎসকরা। কিন্তু দ্বিতীয় দিনের মতো তাদের কর্মবিরতিতে সেবা ব্যাহত হচ্ছে।

এদিকে, ময়মনসিংহে বিভিন্ন সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে অংশ নিয়েছেন এ আন্দোলনে। বেলা ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ গেটে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় ৫ দফা পূরণের দাবিতে তারা স্লোগান দিতে থাকেন। পরে হাসপাতাল পরিচালক কাছে স্মারকলিপি দেন।

২৫ ফেব্রুয়ারি আদালতের রায়ে ৫ দফা দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলন ও কমপ্লিট শাট ডাউনের হুঁশিয়ারি ইন্টার্ন চিকিৎসকদের।

এএম