গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার কদমরসুল এলাকার আবুল খায়েরের ছেলে জামান (৪২), একই এলাকার রবিউল হকের ছেলে সুলাইমান (৩৮), বদিউজ্জামানের ছেলে লোকমান হোসেন (৩০), শাহজাহানের ছেলে নাহিদ (২৫)।
অপর গ্রেপ্তার করা আসামি হচ্ছে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চররসিত গ্রামের মোশারফ হোসেনের ছেলে ইলিয়াস (২৬)। এসময় আটককৃতদের ব্যবহৃত প্রাইভেট কারের পিছনের অংশ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি লোহার চাপাতি, দুইটি স্টিলের পাইপ, একটি চাকু, একটি ছুরি এবং দুইটি লোহার কাটার হ্যাকসা ব্যালট উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে ফেনীর মহিপাল হাইওয়ে থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে হাইওয়ে পুলিশের কুমিল্লার রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, 'রোববার দিবাগত রাতে হাইওয়ের ফেনীর অংশে নিয়মিত টহল দিচ্ছিল ফাজিলপুর থানার অফিসার ইনচার্জ জাকারিয়াসহ পুলিশ সদস্যরা। রাত দেড়টার দিকে ঢাকামুখী লেইনে একটি প্রাইভেট কারের যাত্রীদের জিজ্ঞাসাবাদ করলে সন্দেহ হয়। এক পর্যায়ে তাদের ব্যবহৃত প্রাইভেট কারের ব্যাক কাভার থেকে ডাকাতির কাজে ব্যবহৃত কিছু সরঞ্জাম পাওয়া যায়।'
তিনি বলেন, 'আটককৃতদের সিডিএমএস তথ্য যাচাই করে দেখা যায় আসামি ইলিয়াসের বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম ও চট্টগ্রামের মিরসরাই থানায় পৃথক ডাকাতি মামলা, হোসেনুজ্জামানের নামে নোয়াখালীর সুধারাম থানায় একটি ডাকাতি মামলা, সীতাকুণ্ড থানায় একটি ছুরি ও একটি অস্ত্র মামলা রয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।'