নিহত আবুল হোসেন সিংগাইর উপজেলার দক্ষিণ আজিমপুর গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ মার্চ থেকে আবুল হোসেন নিখোঁজ ছিলেন।
পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। অবশেষে গতকাল (সোমবার) তার মা নবিজান সিংগাইর থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করেন।
আজ মঙ্গলবার সকালে স্থানীয়রা আবুল হোসেনের বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে তার অর্ধগলিত মরদেহ দেখতে পান। পরে তারা পুলিশে খবর দিলে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
নিহতের পরিবারের সদস্যরা দাবি করেছেন, এটি হত্যাকাণ্ড হতে পারে। তারা এ ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।