দাম না পাওয়ায় হিমাগারগুলোতে আলু সংরক্ষণে কৃষকের ভিড়

এখন জনপদে
0

আশানুরূপ দাম না পাওয়ায় হিমাগারগুলোতে আলু সংরক্ষণে কৃষকের ভিড় বেড়েছে। তবে, চাহিদা অনুযায়ী হিমাগারে আলু রাখতে না পেরে ফেরত যাচ্ছেন অনেকে। বগুড়ায় আজ (মঙ্গলবার, ১১ মার্চ) সকাল থেকে আলু নিয়ে আসা অনেক কৃষক হিমাগারে আলু দিতে না পেরে ফিরে গেছেন।

নওগাঁয় এবছর আলু উৎপাদন বেশি হয়েছে। তবে রয়েছে হিমাগার স্বল্পতা। হিমাগারে আলু সংরক্ষণ করতে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা ও বিড়ম্বনা পোহাতে হচ্ছে চাষিদের।

জেলায় এ বছর ২৫ হাজার ৯৪০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। যেখান থেকে প্রায় ৫ লাখ টন উৎপাদনের আশা কৃষি বিভাগের।

শেরপুরেও স্থান সংকুলান না হওয়ায় হিমাগারের বাইরে আটকে আছে আলু বহনকারী শত শত ট্রাক। এতে কৃষকের পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালকরা।

সৃষ্টি হচ্ছে যানজটও। এবার জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ৮৯০ টন বেশি আলু উৎপাদন হয়েছে।

সেজু