একটি চক্রের কারসাজিতে পেঁয়াজের দাম বৃদ্ধি, ক্ষতিগ্রস্ত ভোক্তা-কৃষক: কৃষি উপদেষ্টা

কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী
দেশে এখন
0

একটি চক্রের কারসাজিতে পেঁয়াজের দাম কেজিতে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী। পেঁয়াজের দাম এমন বৃদ্ধিতে ভোক্তা ও কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে শঙ্কাও প্রকাশ করেন তিনি।

আজ (রোববার, ৭ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে কৃষি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

এসময় দাম কমাতে আমদানির অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান তিনি। তবে এসবের সঙ্গে কৃষি কর্মকর্তাদের জড়িত থাকার প্রমাণ পেলে তাদের বহিষ্কার করা হবে বলেও হুঁশিয়ারি দেন এ উপদেষ্টা।

আরও পড়ুন:

আলু ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়ে কৃষকদের ভর্তুকি দেয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। একইসঙ্গে মানুষের স্বাস্থ্য সুরক্ষায় তিনি সবাইকে চাষসহ বিভিন্ন ক্ষেত্রে সারের ব্যবহার কমানোর আহ্বান জানান।

এসএইচ