মানিকগঞ্জে চার ব্যবসায়ীকে জরিমানা

মানিকগঞ্জ
এখন জনপদে
0

মানিকগঞ্জ পৌর বাজারে অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও ক্রয়কৃত পণ্যের মূল রশিদ সংরক্ষণ না করায় চার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ (মঙ্গলবার, ১৮ মার্চ) বেলা ১২টার দিকে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিক্তা খাতুন।

জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. মোরশেদ আল মাহমুদ জানান, রমজানে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য যেন ভোক্তাদের নাগালের মধ্যে থাকে সেজন্য শহরের পৌর বাজারে অভিযান চালানো হয়।

তিনি আরো বলেন, 'অভিযানে মানিকগঞ্জ পৌর বাজারের চারটি দোকানে পণ্যের ক্রয় রশিদ সংরক্ষণ না করা ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি না করার অপরাধে চার ব্যবসায়ীকে কৃষি বিপণন আইন-২০১৮ এর ১৯ (১)(ঞ) ধারায় দুই হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।'

অভিযানে জেলা কৃষি বিপণন অধিদপ্তর ও জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

সেজু