হবিগঞ্জের আজমিরীগঞ্জে ছাত্রদল-স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীর মধ্যে সংঘর্ষ

হবিগঞ্জ
এখন জনপদে
0

হবিগঞ্জের আজমিরীগঞ্জ থানার সামনে তুচ্ছ বিষয় নিয়ে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতা কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

আজ (বৃহস্পতিবার, ৩ এপ্রিল) সন্ধ্যা ৭টায় আজমিরীগঞ্জ থানার সামনে দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ব্যাপক ইটপাটকেল ছোঁড়াছুড়ি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাহি রহমান ও আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন আমিন আকাশের লোকজনের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এসময় উভয় পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছুঁড়াছুড়ি হয়। আহত হন অন্তত ২০ জন।

তবে কী নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। স্থানীয়রা বলছেন, ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাঈদুল হাছান বলেন, 'সংঘর্ষের কারণ নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।'

এসএস